সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিংয়ের পর খসড়াটি চূড়ান্ত অনুমোদন পায়। তবে খসড়ার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয় প্রণীত খসড়ায় সরকারি কর্মচারীদের চারটি আচরণকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে—কর্মস্থল ত্যাগ, কর্মবিরতি, উসকানি এবং দায়িত্ব পালনে বাধা প্রদান। এই অপরাধের জন্য শাস্তি হিসেবে রাখা হয়েছে নিম্নপদে অবনয়ন, চাকরি থেকে অপসারণ বা বরখাস্ত।
বৈঠকে আরও তিনটি খসড়া অনুমোদিত হয়েছে:
-
মৎস্য সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশ
-
বাংলাদেশ-নেদারল্যান্ডস নৌ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি
-
‘জুলাই গণঅভ্যুত্থান’ শহীদ ও আহতদের পুনর্বাসনবিষয়ক অধ্যাদেশ
এছাড়া, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের সম্ভাবনা ও সময়সীমা মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ থেকে মতামত নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।