Ridge Bangla

শুটিং সেটে দুর্ঘটনায় আহত অভিনেত্রী তটিনী

জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী চট্টগ্রামে ঈদুল আজহা উপলক্ষে নির্মিত একটি নাটকের শুটিং সেটে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। অভিনেতা তৌসিফ মাহবুব ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

তৌসিফ জানান, “আমরা চট্টগ্রামে ‘মন মঞ্জিলে’ নামের একটি ঈদের নাটকের শুটিং করছিলাম। রবিবার সন্ধ্যায় হঠাৎ করে একটি লাইট স্ট্যান্ড ভারসাম্য হারিয়ে তটিনীর মাথার ওপর পড়ে। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

ঘটনাটি ঘটে চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে একটি বাংলোতে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুটিং চলাকালীন অসাবধানতাবশত একটি ভারী লাইট স্ট্যান্ড তটিনীর মাথায় পড়ে যায়। এতে তিনি গুরুতর আঘাত পান এবং তাৎক্ষণিকভাবে তাকে নিকটস্থ ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় আঘাতের কারণে তটিনীকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে এবং তাকে আপাতত কথা বলতে নিষেধ করা হয়েছে।

হাসিব হোসাইন রাখি পরিচালিত ‘মন মঞ্জিলে’ নাটকটি ঈদুল আজহা উপলক্ষে প্রচারিত হওয়ার কথা রয়েছে। বর্তমানে তটিনীর চিকিৎসা চলছে এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরো পড়ুন