পহেলা বৈশাখকে ঘিরে নিজের অভিজ্ঞতা ও ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শাওন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক দীর্ঘ লেখায় তিনি চলতি বছরের পহেলা বৈশাখের পরিবেশ নিয়ে নিজের অসন্তোষের কথা জানান।
শাওন লিখেছেন, “এমন দমবন্ধ করা, অবরুদ্ধ পহেলা বৈশাখ কখনো দেখিনি, ভাবিওনি। ছোটবেলার রমনা বটমূল, ছায়ানটের গান, রংবেরঙের মুখোশ—সব মিলিয়ে বৈশাখ মানেই ছিল উৎসব। মনে হতো, গোটা বাংলাদেশটাই ঝলমল করছে। অথচ এবার সেই ঝলমলে শহরের পহেলা বৈশাখ এভাবে উদ্যাপন হবে, তা কল্পনায়ও ছিল না।”
তিনি আরও বলেন, “বৈশাখের নাম পরিবর্তন নিয়ে চারপাশে নানা কথা শুনছি। আমার ধারণা, একটি বিশেষ শ্রেণিকে খুশি করতেই এই পরিবর্তন। ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি অনেকেই পছন্দ করত না। তারা চাচ্ছিলেন নামটি বদলানো হোক। এখন ‘আনন্দ’ শব্দেও ধর্ম খোঁজা হচ্ছে। এটাই বাস্তবতা।”
তবে নিজের মতো করে উৎসব উদ্যাপন করেছেন শাওন। লেখেন, “আমি পরিবারের সঙ্গে ঘরেই উদ্যাপন করব। ভর্তা আর দেশি মাছ খেতে ভালোবাসি। ঘর সাজিয়ে দেশীয় ঐতিহ্যের মধ্যেই আনন্দ খুঁজে নিই।”
দেশের বর্তমান অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। “মাঝেমধ্যে হতাশ লাগে, তবুও দেশ নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করি না। কিন্তু ‘মব সংস্কৃতি’ উদ্বিগ্ন করে। উত্তেজিত জনতা নিজেরা উত্তেজিত হয় না, পেছনে ইন্ধন থাকে। আমি চাই, এই সংস্কৃতি বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নিক সরকার।”
প্রসঙ্গত, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে শাওন আটক হন। পরদিন জামিনে মুক্তি পেলেও এরপর দীর্ঘ সময় দেশের পরিস্থিতি নিয়ে তাকে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। এই লেখাটিই তার প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া।