Ridge Bangla

কান উৎসবে অভিনেত্রীর গলায় মোদির ছবি, আলোচনায় রুচি গুজ্জর

কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ব্যতিক্রমী উপস্থাপনার মাধ্যমে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী রুচি গুজ্জর। ঐতিহ্যবাহী রাজস্থানি ব্রাইডাল সাজে হাজির হলেও সকলের নজর কাড়ে তার গলায় থাকা একটি বিশেষ নেকলেস, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখের প্রতিকৃতি খোদাই করা ছিল।

রুচি পরেছিলেন সোনালি লেহেঙ্গা, সূক্ষ্ম সুতার কাজের ব্লাউজ ও রাজস্থানি বাঁধনির ওড়না—সবকিছুই ছিল বর্ণিল ও নান্দনিক। তবে তার গ্ল্যামার ছাড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে মোদির প্রতিকৃতিযুক্ত নেকলেস।

ইনস্টাগ্রামে রুচি লেখেন, “এটি আমার জন্য গর্বের মুহূর্ত।” তিনি আরও জানান, “এই নেকলেস কেবল একটি গয়না নয়, এটি আমার দেশের প্রতীক। আমি চেয়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শ্রদ্ধা জানাতে, যাঁর নেতৃত্বে ভারত আজ বিশ্বে উচ্চ আসনে পৌঁছেছে।”

এই ব্যতিক্রমী উপস্থিতি ঘিরে সোশ্যাল মিডিয়ায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ একে দেশপ্রেমিক ও সাহসী উদ্যোগ হিসেবে দেখছেন, আবার অনেকেই বলছেন এটি চটকদার প্রচারণার কৌশল।

রুচির পোশাকটি ডিজাইন করেছেন ভারতীয় ডিজাইনার রূপা শর্মা। পোশাকজুড়ে ছিল কাচের টুকরো, সূক্ষ্ম কারুকাজ ও রাজকীয় অলংকার।

কান চলচ্চিত্র উৎসবের মতো আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি ধারণ করে হাজির হওয়ায় রুচি গুজ্জর শুধু বিতর্কই নয়, নজরও কাড়লেন ব্যাপকভাবে।

আরো পড়ুন