বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ মে) রাজধানীর ভাটারা থানায় দায়ের করা মামলায় তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা, ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল ভূঁইয়া ফারিয়াকে কারাগারে রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষ তাতে আপত্তি তোলে। উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং ২২ মে জামিন শুনানির তারিখ নির্ধারণ করেন।
এর আগে রোববার (১৮ মে) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারিয়াকে আটক করে পুলিশ। তাকে ভাটারা থানায় নেওয়ার পর মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার বিস্তারিত এখনও প্রকাশ পায়নি। তবে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, একটি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংস ঘটনার সঙ্গে ফারিয়ার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সহিংস উস্কানি ও প্রত্যক্ষ অংশগ্রহণের অভিযোগ উঠেছে।