শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’-এ অভিনয়ের জন্য আলোচনায় এসেছিলেন অভিনেত্রী নিদ্রা দে নেহা। কিন্তু কোনো কারণে সিনেমা থেকে বাদ দেওয়া হয় তাকে। আর সেই আলোচনার সুবাদেই উঠে আসে যে, অভিনেত্রীর বাবা ক্যান্সারে আক্রান্ত।
এবার বাবাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে চেয়েও পারেননি তিনি। বিদেশে যেতে না পারার জটিলতার কারণও তুলে ধরলেন এই অভিনেত্রী।
বিষয়টি নিয়ে নেহা আজ বিকেলে নিজের ফেসবুকে লাইভে আসেন। সেখানে তিনি জানান, সরকারি কর্মকর্তা হওয়ায় তার বাবার এনওসির (নো অবজেকশন লেটার) ডেট না থাকায় বিদেশ যাত্রা আটকে দেওয়া হয়েছে।
তিনি লাইভ ভিডিওতে আরও জানান, “এর আগেও চিকিৎসা নিতে বিদেশ গিয়েছিলেন তারা। তখন চিকিৎসার কার্যক্রম অর্ধেক সম্পন্ন হয়। সে সময় এনওসি নেওয়া হয়েছিল। এবার ব্যাংকে আবার এনওসি চাইলে ব্যাংক কর্মকর্তারা জানান, এনওসি চিকিৎসা পারপাসে নেওয়া আছে, আর প্রয়োজন নেই। কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষ সেটা মানতে নারাজ। তারা নানা রুলসের কথা শোনাল। অথচ পরশুদিন বাবার ট্রিটমেন্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া।”
অভিনেত্রী আরও জানান, তার বাবা একদম শেষ পর্যায়ে রয়েছেন। সংবাদমাধ্যমকে তিনি জানান, এনওসির জটিলতার কারণে আজ তার বাবাকে দেশের বাইরে নেওয়া সম্ভব হয়নি। তবে সমস্যা মোটামুটি সমাধান হয়েছে। আগামীকাল (রোববার) তিনি তার বাবাকে নিয়ে রওনা হবেন।