ঢালিউড অভিনেত্রী ও চিকিৎসক মিষ্টি জান্নাত সম্প্রতি ভয়াবহ এক অভিযোগ তুলে আলোচনায় এসেছেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, তাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন ও মেসেজ দিয়ে চাঁদা দাবি করা হচ্ছে এবং হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
রবিবার রাতে দেওয়া ওই পোস্টে মিষ্টি লেখেন, “গতকাল থেকে বিভিন্ন নাম্বার থেকে আমাকে মেসেজ ও কল দিয়ে চাঁদা চাওয়া হচ্ছে। মেরে ফেলার হুমকি দিচ্ছে। এক নাম্বার ব্লক করলেই আরেক নাম্বার থেকে মিথ্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে।”
তার এই পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্ত ও সহকর্মীরা। অনেকেই তাকে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন এবং অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
মিষ্টি জান্নাত ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক করেন। পরবর্তীতে ‘তুই আমার’, ‘চিনিবিবি’, ‘জান্নাত’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন। চলচ্চিত্রের পাশাপাশি তিনি একজন পেশাদার চিকিৎসক হিসেবেও পরিচিত।
২০২৩ সালে তিনি আলোচনায় আসেন শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনকে ঘিরে। পরবর্তীতে সংবাদ সম্মেলন করে সেই গুজব অস্বীকার করেন।
বর্তমান ঘটনায় তিনি থানায় কোনো অভিযোগ করেছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে নিরাপত্তা নিশ্চিত করতে তার অভিযোগ গুরুত্বসহকারে তদন্তের দাবি উঠেছে।