Ridge Bangla

গুরুতর অসুস্থ অভিনেত্রী দীপিকা কক্কার, পেটে টিউমার

বলিউড অভিনেত্রী দীপিকা কক্কার গুরুতর অসুস্থতায় ভুগছেন। তার পেটে একটি বড় আকারের টিউমার ধরা পড়েছে, যার আয়তন টেনিস বলের চেয়েও বড়। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী ও অভিনেতা শোয়েব ইব্রাহিম, যিনি সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় দীপিকার শারীরিক অবস্থার বিস্তারিত জানান।

শোয়েব বলেন, দীপিকা বেশ কিছুদিন ধরে পেটের যন্ত্রণায় ভুগছিলেন। শুরুতে অ্যান্টিবায়োটিক সেবনে কিছুটা আরাম পেলেও, পরবর্তীতে যন্ত্রণা তীব্র হলে একাধিক মেডিকেল টেস্ট করানো হয় এবং তাতে টিউমারের অস্তিত্ব ধরা পড়ে। চিকিৎসকদের মতে, টিউমারটি লিভারের বাঁ পাশে অবস্থিত এবং এর আকার দেখে তারা চমকে গিয়েছেন। প্রথমে সন্দেহ ছিল এটি ক্যানসার হতে পারে, তবে রিপোর্টে malignancy পাওয়া না যাওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে।

টিউমারটি অপসারণের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে স্ত্রী দীপিকার শারীরিক অবস্থা এবং সদ্যোজাত ছেলে রুহানকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন শোয়েব। তিনি বলেন, দীপিকা হাসপাতালে ভর্তি থাকাকালীন ছেলেকে কীভাবে সামলাবেন, তা নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন, বিশেষ করে যখন রুহান এখনো মায়ের বুকের দুধ পান করে।

দীপিকার ভক্ত ও সহকর্মীরা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন এবং সামাজিক মাধ্যমে শুভকামনা জানাচ্ছেন।

আরো পড়ুন