শোবিজের ঝলমলে পর্দার আড়ালে লুকিয়ে থাকে অনেক অন্ধকার ও তিক্ত অভিজ্ঞতা। এমনই এক ব্যক্তিগত অপ্রীতিকর অভিজ্ঞতার কথা অকপটে প্রকাশ করেছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা বসু।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অঞ্জনা জানান, জনপ্রিয় সিরিয়াল ‘রামকৃষ্ণ ও সারদা’-তে কাজ পাওয়ার পর এক এক্সিকিউটিভ প্রযোজক তাকে ফোনে কুপ্রস্তাব দেন। প্রযোজকের দাবি ছিল, এক রাত তার সঙ্গে না কাটালে সিরিয়াল থেকে বাদ দেওয়া হবে। অঞ্জনা সেই প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন এবং বলেন, প্রয়োজনে কাজ থেকে বাদ দেওয়া হোক, তবু আপস করবেন না।
ঘটনার পরে তিনি এতটাই আতঙ্কিত ছিলেন যে ছেলেকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন এবং গ্রিনরুমে দরজা বন্ধ রাখতেন, যাতে সেই প্রযোজকের সামনে না পড়তে হয়। তবে তিনি পরে সেই প্রযোজকের সঙ্গে কাজ না করলেও, দ্বিগুণ পারিশ্রমিকে একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেন, যেন সবাই বুঝতে পারে আপস না করেও টালিউডে কাজ করা সম্ভব।
অঞ্জনা আরও বলেন, সেই বিজ্ঞাপনের অর্থ তিনি এক রাতে গায়ে বিছিয়ে ঘুমিয়েছিলেন, যেন সাহস ফিরে পান এবং সেই কষ্টকর অভিজ্ঞতা ভুলে থাকতে পারেন।
তবে এখানেই শেষ নয়। আরেকজন নামী পরিচালক, যার বয়স এখন অনেকটাই বেশি, তিনিও অঞ্জনাকে কুপ্রস্তাব দেন। সেই পরিচালক বলেছিলেন, অনেক বিখ্যাত অভিনেত্রীও নাকি এমন শর্ত মেনে নিয়েছিলেন। কিন্তু অঞ্জনা আবারও সাফ জানিয়ে দেন, তিনি কোনো আপস করবেন না, আত্মসম্মান বিসর্জন দেবেন না।
অঞ্জনার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘যারা বৃষ্টিতে ভিজেছিল’, ‘ছ-এ ছুটি’, ‘বাই বাই ব্যাংকক’, ‘ল্যাপটপ’, ‘ব্যোকেশ ফিরে এলো’, ‘আবার বসন্ত’ ও ‘কিসমিস’।
তার সাহসী অবস্থান আজ অনেক নারীর জন্য এক প্রেরণা, যারা শিল্পজগতে লড়াই করছেন সম্মানের সঙ্গে বাঁচার জন্য।