আবারও জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী, মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। বাংলাদেশি বংশোদ্ভূত এই স্পেনপ্রবাসী তার প্রথম বিয়ে করেন ২০১২ সালে অভিনেতা সিদ্দিককে। পরের বছর, ২০১৩ সালে তাদের সংসারে আসে একমাত্র সন্তান আরশ হোসেন।
বিয়ের শুরুতে তাদের দাম্পত্য জীবন ছিল সুখময়। তবে ২০১৮ সালে মারিয়া বিনোদন অঙ্গনে কাজের আগ্রহ প্রকাশ করলে শুরু হয় দাম্পত্যে টানাপোড়েন। একপর্যায়ে ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
ডিভোর্সের ছয় বছর পর আবারও নতুন সম্পর্কে জড়ানোর আভাস দেন মারিয়া। সম্প্রতি ইনস্টাগ্রামে এক যুবকের সঙ্গে ভিডিও পোস্ট করে তাকে ‘আমার ভালোবাসা’ বলে উল্লেখ করেন তিনি, যদিও ভিডিওতে যুবকের মুখ আড়াল করে রাখা হয়।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে মারিয়া মিম জানিয়েছেন, তিনি আবারও বিয়ে করতে যাচ্ছেন এবং খুব শিগগিরই এ বিয়ে সম্পন্ন হবে। তবে তার প্রেমিকের নাম বা পরিচয় তিনি এখনও প্রকাশ করেননি।
মারিয়া জানান, তাদের একমাত্র সন্তান আরশ বর্তমানে তার সঙ্গেই থাকে এবং ভবিষ্যৎ জীবন ও নতুন সম্পর্ক নিয়ে তিনি আশাবাদী। এবার সবকিছু ভেবে-চিন্তে ও সতর্কভাবে জীবন গড়তে চান বলেও জানিয়েছেন তিনি।