Ridge Bangla

অভিনেতা সিদ্দিকের নামে দুই মামলা, থানায় নেওয়ার পথে গাড়িতেও হামলা

রাজধানীর কাকরাইল মোড়ে গণপিটুনির শিকার হয়েছেন অভিনেতা ও রাজনৈতিকভাবে আলোচিত ব্যক্তি সিদ্দিকুর রহমান। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে স্থানীয় জনতা তাকে মারধর করে রমনা থানা পুলিশের হাতে তুলে দেয়। পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়, যেখানে তার নামে আগে থেকেই হত্যা ও হত্যাচেষ্টার দুটি মামলা রয়েছে।

রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গুলশান থানায় দায়ের করা দুটি মামলার ভিত্তিতে সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়ে গুলশান থানার কুইক রেসপন্স টিমের মাধ্যমে থানায় পাঠানো হয়েছে।”

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রমনা থানায় নেওয়ার পথে কাকরাইল মোড়ে সিদ্দিককে বহনকারী পুলিশের গাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা। তারা গাড়ি থামিয়ে ডিম ছোড়ে এবং ধাক্কাধাক্কি ও ঘুষি মারার চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে নিরাপদে থানায় নিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় একদল উত্তেজিত ব্যক্তি স্লোগান দিতে দিতে সিদ্দিককে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, “আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে পুলিশে হস্তান্তর করছি।”

সিদ্দিকুর রহমান ২০১৮ সালের জাতীয় নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পরবর্তীতে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও তিনি মনোনয়ন ফরম কিনে আলোচনায় আসেন। তবে কোনো নির্বাচনে প্রার্থী হতে পারেননি।

ঘটনার পর সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

আরো পড়ুন