আবারও আলোচনায় এসেছেন অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। অভিনেতা ইরেশ যাকেরকে ঘিরে চলমান মামলার প্রতিবাদ জানাতে গিয়ে তিনি শেয়ার করেছেন নিজের জীবনের এক কঠিন অভিজ্ঞতা।
সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্টে জয় লেখেন, জুলাই-আগস্টে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ড সংক্রান্ত মামলায় আট মাস আগে তাকেও হয়রানির শিকার হতে হয়েছিল। তিনি জানান, সেই সময়টিকে তিনি নিজের জীবনের অন্যতম খারাপ সময় হিসেবে দেখেন।
জয় লেখেন, “ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলার তীব্র প্রতিবাদ জানাই। আট মাস আগে আমিও একই ধরনের হয়রানিমূলক মামলার শিকার হয়েছিলাম। আমার পাশে কেবল আশফাক নিপুন ছিলেন। বাকিরা কেউ পাশে দাঁড়ায়নি। এমনকি আমেরিকায় শো করতে গিয়ে কয়েকজন সহকর্মীর কারণে হোটেল থেকেও বের হতে পারিনি, মঞ্চে ওঠা তো দূরের কথা।”
তিনি আরও লেখেন, “আমার আত্মীয়-স্বজন, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক, তারাও সম্পর্ক ছিন্ন করেছে। অনেক সহকর্মী ফোন ধরেনি, যোগাযোগ বন্ধ করে দিয়েছে। অথচ পুলিশ তদন্ত করে আমার কোনো সম্পৃক্ততা খুঁজে পায়নি। রাষ্ট্রও আমাকে হয়রানি করেনি। বরং আমার ঘনিষ্ঠজনরাই আমাকে আঘাত দিয়েছে।”
জয় জানান, এখন শুনেছেন যে ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেছিল, সে নিজেই এখন থানার হেফাজতে আছে। তার বিরুদ্ধে ভিন্ন ভিন্ন ব্যক্তির নামে মামলা দিয়ে টাকা আদায়ের অভিযোগ রয়েছে।
তিনি বলেন, “আজকাল মামলার মূল উদ্দেশ্য নয়, বরং কোনো সেলিব্রেটিকে জড়িয়ে আলোচনায় আনার কৌশল চলে। এতে অপরাধীরা আড়ালে থেকে যায়, বিচার প্রক্রিয়াও পিছিয়ে পড়ে।”
সবশেষে জয় লেখেন, “আমি চাই অপরাধী শাস্তি পাক। সবাই যেন ভুল শোধরায়, সহানুভূতিশীল হয়। ছবিতে আমার অটিস্টিক সন্তান আযানের সঙ্গে আমি আছি। অনেকের চোখে হয়তো আমি খারাপ, কিন্তু আমার সন্তানের চোখে আমি সেরা বাবা।”