Ridge Bangla

জামিনে বের হওয়া হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হত্যার হুমকির অভিযোগ

চার বছর আগে রাজধানীর মিরপুরে ছয় বছর বয়সী সন্তানের সামনে সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মামলার অন্যতম বাদী নিহতের বড় ভাই মাঈনুদ্দিন জানান, জামিনে বের হওয়া কয়েকজন আসামি তাঁদের পরিবারকে হুমকি দিচ্ছেন এবং সম্প্রতি তাঁদের ১২ কাঠা জমিও দখল করে নিয়েছেন বলে দাবি করেছেন।

ঘটনাটি ঘটে ২০২১ সালের ১৬ মে, মিরপুর ১২ নম্বর সেকশনে। তদন্তে উঠে আসে, ঘটনার পর একটি ফোন কলে এক ব্যক্তি ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালকে বলেন, “স্যার, ফিনিশ।” পরবর্তীতে কণ্ঠ শনাক্ত করা হয় সুমন ব্যাপারীর, যিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সহসভাপতি ছিলেন।

পরদিন নিহত সাহিনুদ্দিনের মা আকলিমা বেগম পল্লবী থানায় এম এ আউয়ালসহ ২০ জনকে আসামি করে মামলা করেন। তবে ডিবি ও পিবিআই দু’বার অভিযোগপত্র দিলেও বাদী তা প্রত্যাখ্যান করেন। বর্তমানে মামলাটি সিআইডির অধীনে অধিকতর তদন্তাধীন।

মিরপুর বুড়িরটেক এলাকায় সাহিনুদ্দিনদের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড ঘটে বলে তদন্তে উঠে এসেছে। জমির একাংশে এম এ আউয়াল নির্মিত সীমানাপ্রাচীর ভেঙে দিয়েছিলেন সাহিনুদ্দিন। এরপরই হত্যাকাণ্ডটি ঘটে। জানা গেছে, সেখানে ‘হাভেলি প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড’ নামে একটি আবাসিক প্রকল্প গড়ে তুলেছিলেন আউয়াল এবং তার সহযোগী সুমনের নেতৃত্বে একটি সশস্ত্র বাহিনীও সেখানে সক্রিয় ছিল।

ঘটনার পর দু’জন আসামি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। মামলার অন্যতম আসামি ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং উল্টো সাহিনুদ্দিনের পরিবারকে তার জমি দখলের অভিযুক্ত করেন।

তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই সাফিউল আজম জানান, নারাজি আবেদনে যাঁদের নাম রয়েছে, তাঁদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। হুমকি ও জমি দখলের বিষয়ে তিনি অবগত নন বললেও বলেন, অভিযোগের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন