Ridge Bangla

অনিয়মের অভিযোগ, সারাদেশে ৩৫ বিআরটিএ অফিসে দুদকের অভিযান

ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট প্রদানে ঘুষ, দালালচক্রের দৌরাত্ম্য এবং নানা অনিয়মের অভিযোগে সারা দেশের ৩৫টি বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) অফিসে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৭ মে) সকাল থেকে ঢাকাসহ বিভিন্ন জেলার দুদক কার্যালয় থেকে এ অভিযান শুরু হয়। উত্তরা, কেরানীগঞ্জসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি অফিস এই অভিযানের আওতায় ছিল।

দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ জানান, “সারা দেশের ৩৫টি বিআরটিএ অফিসে একযোগে অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।”

সূত্রে জানা গেছে, বেশ কিছু অফিসে অভিযানকালে দালালদের সক্রিয় উপস্থিতি ও দুর্নীতির নানা চিত্র হাতে-নাতে ধরা পড়ে। বিশেষ করে ঘুষ ছাড়া সেবা না পাওয়া, দালাল ছাড়া কাজ না হওয়া— এমন অভিযোগই সবচেয়ে বেশি উঠে এসেছে।

যেসব বিআরটিএ অফিসে অভিযান চালানো হয়েছে, তার মধ্যে রয়েছে: ঢাকার উত্তরা ও কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, বরিশাল, বাগেরহাট, বরগুনা, ঝালকাঠি, কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া, রাজবাড়ী, দিনাজপুর, গোপালগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, মেহেরপুর, মাদারীপুর, নোয়াখালী, নেত্রকোণা, পাবনা, সিলেট, নীলফামারী, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর, লক্ষ্মীপুর, রাঙামাটি এবং জয়পুরহাট।

এর আগে গত ১৬ এপ্রিল দেশের ৩৫টি সাব-রেজিস্ট্রার অফিসে এবং ২৯ এপ্রিল এলজিইডির ৩৬টি অফিসে অভিযান পরিচালনা করেছিল দুদক। সেই ধারাবাহিকতায় এবার বিআরটিএতে অভিযান চালানো হলো।

আরো পড়ুন