রাজশাহীতে অপহরণের ১২ দিন পর এক মাদরাসা শিক্ষককে উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে রিফাতুল ইসলাম (২৫) নামের ওই শিক্ষককে উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৫ শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গ্রেপ্তারকৃতরা হলেন রবিউল ইসলাম (২৭), রুবেল চৌধুরী (২৭), নাজমুল হোসেন (৪২), এবং নাহিদ মিয়াজ (৩৫)। তারা রাজশাহীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গত ৫ এপ্রিল রাতে ঢাকার আশুলিয়া থেকে কর্মস্থল হাজারিবাগে যাওয়ার পথে নিখোঁজ হন শিক্ষক রিফাতুল ইসলাম। ৭ এপ্রিল তার পরিবারকে ফোন করে অপহরণকারীরা এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর দফায় দফায় বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকার বেশি পাঠালেও তাকে মুক্তি দেওয়া হয়নি।
পরিবার বিষয়টি র্যাব-৪-কে জানালে, র্যাব-৪ ও র্যাব-৫ যৌথ অভিযান পরিচালনা করে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।