Ridge Bangla

দাদাসাহেব ফালকের বায়োপিকে অভিনয় করবেন আমির খান

দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে কাজ করছেন বলিউডের জনপ্রিয় জুটি আমির খান ও নির্মাতা রাজকুমার হিরানি। ১১ বছর পর তারা এক হচ্ছেন একটি গুরুত্বপূর্ণ বায়োপিকের মাধ্যমে, যেখানে ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকের ভূমিকায় অভিনয় করবেন আমির খান।

সিনেমাটি পরিচালনা করছেন রাজকুমার হিরানি, যিনি এর আগে আমির খানের সঙ্গে ‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’-র মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিনেমার শুটিং শুরু হবে আগামী অক্টোবরে। এদিকে, আমির খান ইতোমধ্যেই নিজেকে নতুন এই ঐতিহাসিক চরিত্রের জন্য প্রস্তুত করছেন।

ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে, যিনি দাদাসাহেব ফালকে নামে পরিচিত, ১৯১৩ সালে ‘রাজা হরিশচন্দ্র’ নির্মাণ করে ভারতীয় চলচ্চিত্রের সূচনা করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘লঙ্কা দহন’, ‘কালিয়া মর্দন’ প্রভৃতি।

এই বায়োপিকের চিত্রনাট্যে রাজকুমার হিরানির সঙ্গে যুক্ত হয়েছেন অভিজাত যোশী, হিন্দুকুশ ভরদ্বাজ ও অভিষ্কার ভরদ্বাজ। এছাড়া, দাদাসাহেব ফালকের নাতি চন্দ্রশেখরও এই প্রকল্পে সহযোগিতা করছেন।

এদিকে, আমির খানের নতুন ছবি ‘সীতারে জামিন পার’ শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। যদিও এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, তবে তার ভক্তরা আশাবাদী—ফালকের জীবনীভিত্তিক এই সিনেমার মাধ্যমে মিস্টার পারফেকশনিস্ট আবারও স্বরূপে ফিরবেন।

আরো পড়ুন