বলিউড সুপারস্টার আমির খান তিন বছরের বিরতি ভেঙে বড়পর্দায় ফিরছেন নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’ নিয়ে। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে না পারায় আমির খান খানিকটা আড়ালে চলে যান। এবার তিনি ফিরছেন প্রযোজক ও অভিনেতা—দুই ভূমিকায়।
তবে প্রত্যাবর্তনের এই মুহূর্তে বিতর্কও সঙ্গী হয়েছে। সিনেমার ট্রেলার মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকেই অভিযোগ করছেন, ছবিটি মৌলিক নয়, বরং ২০১৮ সালের স্প্যানিশ চলচ্চিত্র ‘Campeones’–এর অনুকরণ।
মূল স্প্যানিশ ছবিতে এক কোচের গল্প উঠে আসে, যিনি বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের একটি বাস্কেটবল দল তৈরি করেন এবং সময়ের সঙ্গে সঙ্গে তাদের দক্ষতা বিকশিত হয়। একই সঙ্গে বদলে যায় কোচের নিজস্ব জীবনও। আমির খানের ‘সিতারে জমিন পার’ ট্রেলারেও মিল পাওয়া গেছে একই ধরনের কাহিনির। একাধিক দর্শক একে ‘ফ্রেম বাই ফ্রেম কপি’ বলেও মন্তব্য করেছেন।
একজন নেটিজেন বলেন, “তিন বছর পর কামব্যাক করার জন্য আমিরের উচিত ছিল মৌলিক গল্প নিয়ে আসা, যেমনটা শাহরুখ খান করেছিলেন ‘পাঠান’ দিয়ে।” আরেকজন মন্তব্য করেন, “লাল সিং চাড্ডা ছিল Forrest Gump–এর রিমেক, আর এবার আবার রিমেক! একই রকম দৃশ্য, এমনকি পড়ে যাওয়ার দৃশ্যটাও হুবহু রাখা হয়েছে।”
যদিও প্রযোজনা সংস্থা জানিয়েছে, ছবিটি Campeones থেকে ‘অনুপ্রাণিত’ এবং এতে ভারতীয় প্রেক্ষাপটে গল্পটি নতুনভাবে উপস্থাপন করা হয়েছে।