Ridge Bangla

কাজলের জন্য ২০২৫ সাল হতে যাচ্ছে বিশেষ এক বছর

নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজল ২০২৫ সালে এক বিশেষ বছরে প্রবেশ করতে যাচ্ছেন। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে ‘কুছ কুছ হোতা হ্যায়’— একের পর এক আইকনিক ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের অনন্য অবস্থান গড়ে তুলেছেন তিনি। একসময় সংসার ও পারিবারিক জীবনের কারণে কিছুটা দূরে থাকলেও, গত কয়েক বছরে আবারও পর্দায় ফিরে এসেছেন নানা ব্যতিক্রমধর্মী চরিত্রে।

২০২৫ সাল কাজলের ক্যারিয়ারে হতে যাচ্ছে এক নতুন মোড়ের সূচনাবর্ষ। এই বছর মুক্তি পেতে যাচ্ছে তার তিনটি বহুল প্রতীক্ষিত সিনেমা।

প্রথম সিনেমা ‘মা’, যেটি মুক্তি পাবে আগামী ২৭ জুন। বিশাল ফুরিয়ার পরিচালনায় এই ছবিতে কাজলের সঙ্গে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত ও রনিত রায়। ছবিটি মায়ের চরিত্রকে কেন্দ্র করে নির্মিত এক আবেগঘন থ্রিলার।

দ্বিতীয় সিনেমা ‘সারজামিন’, যেখানে কাজলের বিপরীতে রয়েছেন পৃত্থিরাজ সুকুমারান ও জিহান হান্ডা। এটি পরিচালনা করছেন কেওজি ইরানি।

তৃতীয় এবং সবচেয়ে আলোচিত সিনেমাটি হচ্ছে ‘মহারানি: কুইন অব কুইন্স’। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন কাজল। পরিচালনা করছেন চরণ তেজ উপলাপতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রভু দেবা ও নাসিরউদ্দিন শাহ। যদিও ছবিটির মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা হয়নি, তবে বলিউড অঙ্গনে ইতিমধ্যে এটি নিয়ে প্রবল আগ্রহ দেখা গেছে।

গত বছরের ২৫ অক্টোবর মুক্তি পাওয়া কাজলের অভিনীত থ্রিলার ‘দো পাত্তি’ ছবিতে একজন ইন্সপেক্টরের চরিত্রে তার অনবদ্য অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ায়। এই ধারাবাহিকতা ২০২৫ সালেও বজায় থাকবে বলেই মনে করছেন চলচ্চিত্রবোদ্ধারা।

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল কাজল তার ৫০তম জন্মদিন উদ্‌যাপন করেছেন। বয়স শুধুই সংখ্যা—এটি আবারও প্রমাণ করে চলেছেন তিনি। নতুন সিনেমাগুলোর মাধ্যমে কাজল দেখিয়ে দিচ্ছেন, ‘কাজল’ নামটিই এখনও বলিউডে একটি শক্তিশালী উপস্থিতি।

আরো পড়ুন