Ridge Bangla

খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু, জানিয়েছেন ডা. জাহিদ

খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু: জানিয়েছেন ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’র আওতায় চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন তার চিকিৎসক ডা. জাহিদ। বুধবার (২ এপ্রিল) থেকে শুরু হওয়া এই পরীক্ষাগুলো আগামী চার দিন ধরে চলবে বলে তিনি জানান।

ডা. জাহিদ বলেন, “ম্যাডামের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। আগামী চার দিন তার বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। প্রয়োজন হলে লন্ডনের ক্লিনিকে নিয়ে গিয়ে কিছু পরীক্ষা করানো হবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, “ম্যাডামের মানসিক ও শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। মানসিকভাবে তিনি আগের যেকোনো সময়ের তুলনায় অনেক ভালো আছেন।

খালেদা জিয়া বর্তমানে লন্ডনের ডেভোনশায়ার প্লেসে ‘দ্য লন্ডন ক্লিনিক’-এর বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রস এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি তারেক রহমানের বাসায় অবস্থান করছেন, সেখান থেকেই চিকিৎসা সেবা পাচ্ছেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। যেসব মামলায় তিনি কারাবন্দী ছিলেন, আদালত সেগুলোর রায় বাতিল করে।

এরপর ৮ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয় তাকে। ৭৯ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা জটিল রোগে ভুগছেন।

আরো পড়ুন