পবিত্র ঈদুল ফিতরের দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চব্বিশের গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে ঈদের উপহার বিতরণ করা হয়েছে। ঈদের এই দিনে রাজধানীর জাতীয় পঙ্গু হাসপাতাল এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন মোট ১৬০ জন আহতের হাতে পৃথকভাবে উপহার তুলে দেওয়া হয়।
সোমবার, ৩১ মার্চ ২০২৫, দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব)-এর নেতৃবৃন্দ এই উপহার বিতরণ করেন।
ঈদের দিনে আহত যোদ্ধারা ও তাদের পরিবারের সদস্যরা বিএনপি নেতৃবৃন্দকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকে তাদের ভালোবাসা ও সহমর্মিতায় উচ্ছ্বসিত এবং উৎসাহিত হন।