Ridge Bangla

২০০৮ সালের পর আবারো অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল

২০০৮ সালের পর আবারো অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল

২০২৬ সালে দুই টেস্টের একটি সিরিজ খেলতে আবারও অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দীর্ঘ ১৮ বছর পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে দেখা যাবে টাইগারদের। সম্প্রতি আগামী ১৪ মাসের টেস্ট সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই সূচিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের আগস্ট মাসের শুরুতেই বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই টেস্টের সিরিজ অনুষ্ঠিত হবে।

এর আগে সর্বশেষ ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল বাংলাদেশ। তখন তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলেছিল দলটি, যেখানে তিন ম্যাচেই হারে বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষার পর এই সফর নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবেই এই সিরিজটি অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ২০২৭ সালে ভারত সফরে যাবে অস্ট্রেলিয়া দল- এমন তথ্যও জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আরো পড়ুন