ড. মুহাম্মদ ইউনূসের জাপান সফরে নির্বাচন ইস্যুতে দেওয়া মন্তব্যে হতাশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। রোববার (১ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মোশাররফ হোসেন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট মূলত নির্বাচনকেন্দ্রিক। এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের বিভ্রান্তিকর মন্তব্য অনভিপ্রেত ও হতাশাজনক। তিনি বলেন, “আমরা বিশ্বাস করে তাকে ক্ষমতায় এনেছিলাম। অথচ তিনি জাপানে গিয়ে বলছেন, শুধু বিএনপি নির্বাচন চায়—এই বক্তব্যে আমরা অত্যন্ত হতাশ।”
তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে সরকারের পক্ষ থেকে ষড়যন্ত্র হতে পারে। তার দাবি, সরকারের কিছু দায়িত্বশীল ব্যক্তিও নাকি স্বীকার করেছেন, সময়মতো নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে।
আলোচনায় মোশাররফ বলেন, ১৯৭২-৭৫ সালের শাসনামলে বাকশাল গঠন করে দেশে গণতন্ত্র হত্যা করা হয়েছিল এবং রক্ষীবাহিনী দিয়ে মুক্তিযোদ্ধা পরিবারসহ স্বাধীনতাকামী মানুষদের দমন করা হয়েছিল। তিনি বলেন, জিয়াউর রহমান সেনাবাহিনী পুনর্গঠন, বাকশাল বাতিল ও গণতন্ত্র ফিরিয়ে এনে সফল রাষ্ট্রনায়কে পরিণত হন।
তিনি আরও জানান, বিএনপি সংস্কারের পক্ষে এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সংস্কার ক্ষমতায় গিয়ে বাস্তবায়ন করা হবে। আগামীকাল শুরু হতে যাওয়া জাতীয় ঐকমত্য সংলাপে বিএনপির অংশগ্রহণের কথাও তিনি নিশ্চিত করেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মন্তব্যে বিএনপির হতাশা: মোশাররফ হোসেন
বাংলাদেশ ডেস্ক
ড. মুহাম্মদ ইউনূসের জাপান সফরে নির্বাচন ইস্যুতে দেওয়া মন্তব্যে হতাশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। রোববার (১ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মোশাররফ হোসেন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট মূলত নির্বাচনকেন্দ্রিক। এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের বিভ্রান্তিকর মন্তব্য অনভিপ্রেত ও হতাশাজনক। তিনি বলেন, “আমরা বিশ্বাস করে তাকে ক্ষমতায় এনেছিলাম। অথচ তিনি জাপানে গিয়ে বলছেন, শুধু বিএনপি নির্বাচন চায়—এই বক্তব্যে আমরা অত্যন্ত হতাশ।”
তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে সরকারের পক্ষ থেকে ষড়যন্ত্র হতে পারে। তার দাবি, সরকারের কিছু দায়িত্বশীল ব্যক্তিও নাকি স্বীকার করেছেন, সময়মতো নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে।
আলোচনায় মোশাররফ বলেন, ১৯৭২-৭৫ সালের শাসনামলে বাকশাল গঠন করে দেশে গণতন্ত্র হত্যা করা হয়েছিল এবং রক্ষীবাহিনী দিয়ে মুক্তিযোদ্ধা পরিবারসহ স্বাধীনতাকামী মানুষদের দমন করা হয়েছিল। তিনি বলেন, জিয়াউর রহমান সেনাবাহিনী পুনর্গঠন, বাকশাল বাতিল ও গণতন্ত্র ফিরিয়ে এনে সফল রাষ্ট্রনায়কে পরিণত হন।
তিনি আরও জানান, বিএনপি সংস্কারের পক্ষে এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সংস্কার ক্ষমতায় গিয়ে বাস্তবায়ন করা হবে। আগামীকাল শুরু হতে যাওয়া জাতীয় ঐকমত্য সংলাপে বিএনপির অংশগ্রহণের কথাও তিনি নিশ্চিত করেন।
আরো পড়ুন
ভোটের মাঠে থাকছে এক লাখ সেনা ও দেড় লাখ পুলিশ সদস্য: ইসি সচিব
এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেওয়া সম্ভব নয়: নির্বাচন কমিশনার
শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ১০০ কোটি ডলারের বেশি ক্ষতির আশঙ্কা
নাশকতার প্রমাণ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার: অন্তর্বর্তী সরকারের বিবৃতি
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯৭ জন ফিলিস্তিনি
অশ্লীল শব্দ ব্যবহার করে মাদুরোর সমালোচনা করলেন ট্রাম্প
ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরও হতাশ ইউক্রেন
আব্রাহাম চুক্তিতে সৌদি আরব যুক্ত হবেন, আশা করছেন ট্রাম্প
আর্জেন্টিনাকে কাঁদিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতলো মরক্কো
ইতিহাস গড়ে প্রথমবার ফুটবল বিশ্বকাপে আফ্রিকার ছোট্ট দ্বীপদেশ কেপ ভার্দে
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ভারত
স্বপ্ন বাঁচিয়ে রাখার লক্ষ্যে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ফিরতি ম্যাচ আজ