Ridge Bangla

ভালো চরিত্রের অভাবে হতাশ স্নেহা চট্টোপাধ্যায়

ছোট ও বড় পর্দার দক্ষ অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায় সম্প্রতি মেগা ধারাবাহিকে ভালো চরিত্র না পাওয়ার হতাশা প্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, তাকে বারবার বয়সী ও মা চরিত্রে কাস্ট করার প্রস্তাব দেওয়া হচ্ছে, যা তার বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

স্নেহা বলেন, “জানি, কিছুদিন পর মায়ের চরিত্র করতেই হবে। কিন্তু এখনই কেন? এক চরিত্রে তো দেখানো হয়েছে, আমি এমন একজনের মা, যার বয়স আমার ছেলের চেয়েও অনেক বেশি। অথচ আমার নিজের ছেলে মাত্র চার বছরের।”

তিনি জানান, কাজের অভাবে অনেক অভিনেত্রী এসব বয়স্ক চরিত্রে কাজ করতে বাধ্য হন, তাই তাকেও ওই ধরনের চরিত্রে ডাক পড়ে। তবে স্নেহা স্পষ্ট করে বলেন, “আমি এখনই এমন চরিত্র করতে চাই না।”

দীর্ঘ সময় ছোটপর্দায় অনুপস্থিত স্নেহা। ‘কার কাছে কই মনের কথা’ ছিল তার শেষ ধারাবাহিক। এরপর তাকে দেখা গেছে ‘লজ্জা ২’ ওয়েব সিরিজে। এছাড়া তিনি ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় ‘গৃহপ্রবেশ’ সিনেমায় কাজ করেছেন। আপাতত তিনি পরিবার ও ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন।

তবে কাজ না থাকায় মানসিক চাপ বাড়ছে। তিনি বলেন, “আগে ধারাবাহিক চলত বছরের পর বছর। এখন কয়েক মাসেই শেষ হয়ে যায়। দর্শকরা আমাকে এখনো ‘সুবর্ণলতা’ নামেই মনে রাখে, কিন্তু পরিচালকেরা মনে রাখেন না। আর আমি কী করতে পারি?”

আরো পড়ুন