টলিউডে কৌশিক গাঙ্গুলির জনপ্রিয় সিনেমা অর্ধাঙ্গিনী-এর সিক্যুয়েল নির্মিত হচ্ছে। নতুন ছবির নাম আজও অর্ধাঙ্গিনী। প্রথম কিস্তির মতো এবারও মুখ্য চরিত্রে থাকছেন জয়া আহসান ও চূর্ণী গঙ্গোপাধ্যায়। তাঁদের সঙ্গে থাকবেন কৌশিক সেন এবং নতুনভাবে যুক্ত হচ্ছেন ইন্দ্রাশিস রায়। সবকিছু ঠিক থাকলে ছবির শুটিং শুরু হবে আগামী ১৫ কিংবা ১৬ জুন।
প্রথম সিনেমার সাফল্যের পর থেকেই দর্শকদের মধ্যে জোরালো প্রত্যাশা তৈরি হয় দ্বিতীয় পর্বের। এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে নির্মাতা দল।
ভারতীয় গণমাধ্যমে জয়া আহসান বলেন, “ভীষণ পরিণত একটা গল্প ছিল অর্ধাঙ্গিনী। তার সিক্যুয়েলের অংশ হতে পারাটা বেশ আনন্দের। আগের ছবিটা দর্শক আপন করে নিয়েছিলেন। এবার তাদের সেই প্রত্যাশার চেয়ে বাড়তি কিছু ফিরিয়ে দেওয়াই আমাদের চ্যালেঞ্জ।”
পরিচালক কৌশিক গাঙ্গুলি জানান, প্রথম ছবি নির্মাণের সময়ই সিক্যুয়েলের ভাবনা ছিল তাঁর মাথায়। তবে দর্শকের ভালোবাসা এবং বক্স অফিসে সাফল্য না পেলে দ্বিতীয় পর্বের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতো না। সেই সাফল্যই তাঁকে আজও অর্ধাঙ্গিনী নির্মাণে অনুপ্রাণিত করেছে।
অন্যদিকে, অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় বলেন, “একটি সফল ছবির পর সিক্যুয়েল তৈরি করা সবসময় চ্যালেঞ্জের। কারণ দর্শকের প্রত্যাশা অনেক বেড়ে যায়।”