Ridge Bangla

পর্যটককে যৌন হয়রানির অভিযোগ, কক্সবাজারে ৫ যুবক আটক

এক নারী পর্যটককে যৌন হয়রানির অভিযোগে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা থেকে পাঁচ যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। মঙ্গলবার (২৭ মে) ভোরে লাবণী ও সুগন্ধা পয়েন্টের মধ্যবর্তী সৈকত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন আনোয়ার আক্তার নিহাদ (২৪), রাব্বি (২৪), আকিব (২০), জিন মিয়া (১৭) ও আমিনুল হোসেন (১৮)। তারা কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বাসিন্দা।

ঘটনার বিবরণে জানা যায়, সানজিদা নামে এক নারী পর্যটক তার স্বামীর সঙ্গে রাতে সৈকতে হাঁটতে বের হয়েছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ ওই পাঁচ যুবক তাদের ঘিরে ফেলে এবং নানা অজুহাতে কথা বলা শুরু করে। এক পর্যায়ে একজন যুবক ওই নারীর শরীরে হাত দেওয়ার চেষ্টা করলে সানজিদা চিৎকার শুরু করেন। তখন বাকিরাও শ্লীলতাহানির চেষ্টা করে।

সেসময় টহলরত ট্যুরিস্ট পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পাঁচ যুবককে আটক করে। অভিযুক্তদের সঙ্গে থাকা সাবিক (১৮) ও ওয়ালিদ (২৫) পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের ধরতে অভিযান চলছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ জানান, আটককৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় স্থানীয় পর্যটন নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনে তারা আরও কড়া ব্যবস্থা নিচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন