Ridge Bangla

মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা কবে জানা যাবে আজ

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য অঞ্চলে পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা আজ মঙ্গলবার (২৭ মে) জানা যাবে। খালিজ টাইমস, মিডলইস্ট ইকোনমি ও আল আরাবিয়া মঙ্গলবার পৃথক প্রতিবেদনে জানিয়েছে, আজ দেশ দুটিতে ১৪৪৬ হিজরি সনের ১১তম মাস জিলকদ ২৯তম দিনে পড়েছে।

যদি আজ সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যায়, তাহলে আগামী ৬ জুন বৃহস্পতিবার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা উদযাপিত হবে। আর হজের মূল আনুষ্ঠানিকতা আরাফার দিন পড়বে ৫ জুন।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিশ্বজুড়ে মুসলমানরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। হজ পালনকারী হাজিরা ইতোমধ্যেই সৌদি আরবে পৌঁছেছেন। সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির নাগরিকদের আজ সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। চাঁদ দেখা গেলে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে পরবর্তী ধর্মীয় কার্যক্রম নির্ধারিত হবে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিলও একই আহ্বান জানিয়েছে। তাদের ‘ক্রিসেন্ট সাইটিং কমিটি’ দেশব্যাপী জ্যোতির্বিজ্ঞানী, বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষকে সূর্যাস্তের পর আকাশ পর্যবেক্ষণ করে চাঁদ দেখা গেলে নির্দিষ্ট নম্বরে ফোন অথবা অনলাইনে জানাতে বলেছে।

সাধারণত সৌদি আরবে ঈদুল আজহা উদযাপনের পরদিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ঈদ উদযাপিত হয়। তবে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে পালিত হবে, তা জানা যাবে আগামীকাল বুধবার (২৮ মে)।

আরো পড়ুন