Ridge Bangla

সৌদি ছেড়ে ক্লাব বিশ্বকাপে খেলাই কী পরবর্তী গন্তব্য রোনালদোর?

সৌদি প্রো লিগের ২০২৫ মৌসুমের শেষ ম্যাচে আল ফাতেহর কাছে ৩-২ গোলে হেরেছে আল নাসর। এই পরাজয়ের মধ্য দিয়ে লিগে তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে ক্লাবটি। আর এই ম্যাচের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় বার্তা দিয়ে আল নাসর ছাড়ার ইঙ্গিত দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

রাত ২টার পর ফেসবুক, এক্স (সাবেক টুইটার) ও ইনস্টাগ্রামে রোনালদোর ভেরিফায়েড হ্যান্ডলে পোস্ট করা হয়, “দিস চ্যাপ্টার ইজ ওভার। দ্য স্টোরি? স্টিল বিইং রিটেন, গ্রেটফুল টু অল।”—বাংলায় যার অর্থ দাঁড়ায়: “এই অধ্যায় শেষ। গল্পটি? এখনো লেখা হচ্ছে, সবার প্রতি কৃতজ্ঞতা।” এরপরই শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়—তবে কি সৌদির সঙ্গে সম্পর্ক শেষ?

আল ফাতেহর বিপক্ষে ম্যাচেই নিজের ক্লাব ক্যারিয়ারের ৮০০তম গোলটি করেন রোনালদো। পাশাপাশি, টানা দ্বিতীয় মৌসুমে সৌদি প্রো লিগের গোল্ডেন বুট (সর্বোচ্চ গোলদাতা) জেতেন এই পর্তুগিজ সুপারস্টার।

রোনালদোর সঙ্গে আল নাসরের বর্তমান চুক্তি শেষ হবে ৩০ জুন। ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সৌদির এই ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি। তবে এবার ক্লাব বিশ্বকাপে খেলার গুঞ্জন উস্কে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজেই। তিনি সম্প্রতি বলেন, ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে রোনালদোর খেলা নিয়ে আলোচনা চলছে।

যদিও আল নাসর ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। সৌদি আরব থেকে কেবল আল হিলাল জায়গা করে নিয়েছে। ফলে আগামী মৌসুমে আল নাসর এএফসি চ্যাম্পিয়নস লিগ ওয়ানে নয়, খেলবে চ্যাম্পিয়নস লিগ টুতে। এমন অবস্থায় রোনালদোর দল ছাড়ার সম্ভাবনা যেন আরও জোরালো হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কনক্যাকাফ অঞ্চল থেকে অংশ নিতে যাওয়া মেক্সিকান ক্লাব মন্তেরি রোনালদোকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে। যদিও এ নিয়ে ক্লাবটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। এদিকে মরক্কোর ক্লাব ওয়াইদাদ এসিও রোনালদোকে দলে টানার চেষ্টা করছে বলে জানিয়েছেন ফুটবলার নরদিন আমারবাত।

ফিফা সভাপতি ইনফান্তিনোর মতে, রোনালদো এমনকি মেসির ইন্টার মায়ামির হয়েও খেলতে পারেন। তবে পরবর্তী অধ্যায় কোথায় খুলবে, তা এখনও নিশ্চিত নয়।

আরো পড়ুন