পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫ আসরের রোমাঞ্চকর ফাইনালে লাহোর কালান্দার্স কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে পরাজিত করে তাদের তৃতীয় শিরোপা জিতেছে। ২৫ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে কোয়েটা প্রথমে ব্যাট করে ২০১ রান সংগ্রহ করে। জবাবে, লাহোর ১৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান করে জয় নিশ্চিত করে।
বাংলাদেশি লেগ-স্পিনার রিশাদ হোসেন লাহোরের বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার স্পিনে কোয়েটার মিডল অর্ডার ব্যাটসম্যানরা চাপে পড়ে। অপরদিকে, অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাটিং ও বোলিংয়ে সমান দক্ষতা দেখিয়ে দলের জয়ে অবদান রাখেন।
এই জয়ের পুরস্কার হিসেবে লাহোর কালান্দার্স ৫ লাখ মার্কিন ডলার (প্রায় ৫ কোটি ৬০ লাখ টাকা) পুরস্কার পেয়েছে। রানার-আপ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স পেয়েছে ২ লাখ ডলার (প্রায় ২ কোটি ২৪ লাখ টাকা)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগেই এই পুরস্কার ঘোষণা করেছিল।
পিএসএল ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে খেলোয়াড়দের জন্যও পৃথক পুরস্কার ঘোষণা করেছে। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কুশল পেরেরা, যিনি ৩১ বলে অপরাজিত ৬২ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। টুর্নামেন্টসেরা খেলোয়াড় হয়েছেন হাসান নেওয়াজ।
এই জয়ের মাধ্যমে লাহোর কালান্দার্স পিএসএলের সবচেয়ে সফল দলের তালিকায় ইসলামাবাদ ইউনাইটেডের পাশে স্থান করে নিয়েছে। উভয় দলই তিনবার করে শিরোপা জিতেছে। লাহোর ২০২২ ও ২০২৩ সালে টানা শিরোপা জিতেছিল, তবে ২০২৪ সালে তা ধরে রাখতে পারেনি। ২০২৫ সালে এসে আবার শিরোপা জিতে নেয় শাহিন আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর কালান্দার্স।