ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফে ওঠার সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের। তবে শেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়ে মর্যাদাপূর্ণ বিদায় নিয়েছে মোস্তাফিজুর রহমানের দলটি।
জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস ৮ উইকেটে তোলে ২০৬ রান। অধিনায়ক শ্রেয়াস আয়ার ৫৩ রান করেন এবং মার্কাস স্টোয়নিজ মাত্র ১৬ বলে ঝড়ো ৪৪ রানের ইনিংস খেলেন। দিল্লির হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান মোস্তাফিজুর রহমান। তিনি ৪ ওভারে ৩৩ রান দিয়ে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে দিল্লি শুরু থেকেই আগ্রাসী খেলায় নামে। ওপেনার সামির রিজভি ২৫ বলে করেন ৫৮ রান এবং করুন নায়ার যোগ করেন ৪৪ রান। শেষ পর্যন্ত দিল্লি ম্যাচ জিতে নেয় ৩ বল হাতে রেখেই।
এই জয়ে দিল্লি ক্যাপিটালস ১৪ ম্যাচে ৭ জয় ও ৭ পরাজয়ে ১৫ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২৫ আসর শেষ করে পঞ্চম স্থানে থেকে। মোস্তাফিজের বল হাতে নৈপুণ্য এবং দলের সম্মানজনক বিদায় এবারের আসরে দিল্লির জন্য এক টুকরো সান্ত্বনার মুহূর্ত হয়ে থাকল।