Ridge Bangla

ধর্ষণচেষ্টাকারীর বিশেষ অঙ্গ কেটে দিলেন তরুণী

রাজশাহীর বাগমারা উপজেলার চন্দ্রপুর গ্রামে ধর্ষণচেষ্টার অভিযোগে এক তরুণী তার চাচাতো ভাই জাহিদুল ইসলাম-এর বিশেষ অঙ্গ কেটে দিয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জাহিদুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগী নারীর পরিবার জানায়, ধর্ষণের চেষ্টা করায় আত্মরক্ষার্থে ওই নারী এ সিদ্ধান্ত নেন। তবে জাহিদুলের পরিবারের দাবি, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং দেখা করতে গিয়েই এমন ঘটনা ঘটেছে। ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

আরো পড়ুন