Ridge Bangla

জুলাই আন্দোলনের ১০ মাস পর ওবায়দুল কাদের ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে হওয়া জুলাই আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টাইলস মিস্ত্রি সুহেল আহমদ (২১) নিহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ অজ্ঞাতনামা আরও ১৫০–২০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহতের বন্ধু ও সহকর্মী আব্দুল হামিদ চৌধুরী ওরফে ফরহাদ গত বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন। তবে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায় শনিবার বিকালে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিন শিমরাইল মোড়ে প্রিয়ম নিবাস ভবনের দ্বিতীয় তলায় ডাচ্–বাংলা ব্যাংকের অফিসে টাইলস বসানোর কাজ করছিলেন সুহেল ও ফরহাদ।

এ সময় আন্দোলনকারী ছাত্র-জনতা ভবনের সামনে অবস্থান নিলে, অভিযোগ অনুযায়ী, প্রধান আসামি ওবায়দুল কাদেরের নির্দেশে এবং শামীম ওসমানের উপস্থিতিতে আগ্নেয়াস্ত্রসহ একদল হামলাকারী ভবনে আক্রমণ চালায়।

একপর্যায়ে ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাদী ফরহাদ ভবন থেকে লাফিয়ে পড়ে জীবন রক্ষা করলেও সুহেল আহমদ ভেতরে আটকে গিয়ে পুড়ে মারা যান।

ঘটনার দুইদিন পর ভবন থেকে তার পোড়া মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন