মাত্র ১২০ টাকার আবেদন ফিতে কোনো তদবির বা ঘুষ ছাড়াই সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় লালমনিরহাট জেলা পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন ১৭ জন তরুণ-তরুণী। এদের মধ্যে ১৫ জন পুরুষ ও ২ জন নারী। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় লালমনিরহাট পুলিশ লাইন্স মাঠে ফলাফল ঘোষণা ও নবনিযুক্তদের সংবর্ধনা দেওয়া হয়।
জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকার দরিদ্র পরিবারের সন্তানরা এই নিয়োগে উত্তীর্ণ হয়েছেন। কেউ দিনমজুরের সন্তান, কেউ রিকশাচালকের বা চা বিক্রেতার মেয়ে। চাকরি পাওয়া তরুণদের মতে, এই নিয়োগ শুধু একটি চাকরি নয় বরং তাদের পরিবারের ভাগ্য বদলের সূচনা।
চাকরি পাওয়া জাহিদ হাসান বলেন, “অভাবের মধ্যে বড় হয়েছি। নানির বাড়িতে মানুষ হয়েছি। আমার পরিবার সবসময় সাহস দিয়েছে। আজ আমি পুলিশে যোগ দিতে পেরে গর্বিত।”
অন্যদিকে শাহ জালাল বলেন, “বিশ্বাসই হচ্ছে না, ঘুষ ছাড়াই চাকরি হলো।”
মোস্তাফিজুর রহমান মুরাদ জানান, “প্রথম দিন থেকেই প্রস্তুতি নিয়েছিলাম। প্রতিটি ধাপে নিজেকে প্রমাণ করেছি।”
পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, “আইজিপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় শতভাগ স্বচ্ছতায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবার প্রমাণ হয়েছে, সৎ ও যোগ্যদেরই সুযোগ মিলছে। এই দিনটি ছিল চাকরি পাওয়া তরুণ-তরুণীদের জীবনের গর্বের ও স্মরণীয় একটি দিন।”