Ridge Bangla

দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। শুক্রবার (২৩ মে) রাজধানীর ধানমন্ডির একটি হোটেলে এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র আয়োজিত সারা দেশের সংগঠকদের পরিচিতি ও সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা এই ফাঁদে পা দেব না। বরং ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাব। আমাদের রাজনীতি এবং অবস্থান জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে গঠিত। কেউ কেউ এটিকে কেবল রেজিম চেঞ্জ বলে ভুল করছে, যা আমরা মানি না। আমরা চেয়েছি মৌলিক ও কাঠামোগত পরিবর্তন।”

তিনি আরও বলেন, “পুরোনো সংবিধানের ছায়ায় যারা আবার ক্ষমতায় যেতে চায়, তাদের উদ্দেশ্য ভিন্ন। এনসিপি এর বিরোধিতা করে। এখন আমাদের সবচেয়ে বড় প্রয়োজন সংগঠিত শক্তি গড়ে তোলা।”

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম এবং মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় নেতারা।

বক্তারা দলীয় ঐক্য, সংগঠন বিস্তার ও মৌলিক সংস্কারের গুরুত্ব তুলে ধরেন।

আরো পড়ুন