গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, জাতীয় ঐক্যের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র সমাজের নেতৃত্ব নষ্ট করছে এবং বিভাজন সৃষ্টি করছে। তিনি মন্তব্য করেন, এতে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে এবং অভিজ্ঞদের নিয়ে অন্তর্বর্তী সরকারের পুনর্গঠন প্রয়োজন।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, অন্তর্বর্তীকালীন সরকার টিকিয়ে রাখতে হলে সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। সরকার পরিচালনায় প্রধান উপদেষ্টা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় বসা উচিত বলেও তিনি উল্লেখ করেন।
তিনি তরুণ সমাজকে জুলাই বিপ্লবের নামে ধান্দাবাজি থেকে বিরত থাকার আহ্বান জানান।
নুর আরও বলেন, দেশে আর দখলবাজি ও রাজনৈতিক আধিপত্য চলবে না। জনগণই ঠিক করবে ভবিষ্যতে দেশ চালাবে সৎ, সাহসী ও ত্যাগী ব্যক্তি না কি লুটেরা ও সন্ত্রাসীরা।
সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ফারুক হাসান, পরিবেশ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।