অভিনেত্রী সোফি চৌধুরী সম্প্রতি এক সাক্ষাৎকারে মুম্বাইয়ের রাস্তায় নিজের সঙ্গে ঘটে যাওয়া একাধিক ভয়ঙ্কর অভিজ্ঞতা প্রকাশ্যে এনেছেন। তিনি জানান, মাত্র এক মাস আগে বান্দ্রায় গাড়িতে যাওয়ার সময় এক ব্যক্তি তার প্রতি অশালীন ভঙ্গি প্রদর্শন করে এবং প্যান্টের চেন খুলে আপত্তিকর আচরণ করে।
সোফি বলেন, “অনেক পুরুষ হয়তো জানতেও চায় না, কিন্তু তারা প্রায়ই বিনা কারণে নারীদের সামনে অশালীন আচরণ করে।” তিনি জানান, খার এলাকায়ও এক ব্যক্তি বাইক নিয়ে তার সামনে দাঁড়িয়ে অনভিপ্রেত ভঙ্গিমা দেখায়।
এই ধরনের ঘটনা তার জীবনে প্রায় নিয়মিতভাবে ঘটছে বলেও জানান তিনি। এমনকি লন্ডনে পড়ার সময়ও এক ব্যক্তি তার ছবি তুলতে শুরু করে, যা তাকে অস্বস্তিতে ফেলে। এখন তার সঙ্গে নিরাপত্তারক্ষী থাকলেও, অনেক অনুরাগী ছবি তোলার অজুহাতে অপ্রত্যাশিতভাবে তার ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করেন।
সোফির অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি মনে করেন, এসব ঘটনা শুধু ব্যক্তিগত দুর্ভোগ নয়—বরং একটি বৃহৎ সামাজিক সংকট, যা অবিলম্বে সমাধান প্রয়োজন।