এক নারীর দায়ের করা হত্যা চেষ্টার মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, তার বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীসহ ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (২৩ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট ছানাউল্লাহ এই আদেশ দেন।
মামলার বাদীপক্ষ এদিন বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করলে, আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন। এর আগে ২৩ এপ্রিল একই মামলায় শাওনসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।
যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন: মেহের আফরোজ শাওন, তার বাবা মোহাম্মদ আলী, ভাই মাহিন আফরোজ, বোন সেঁজুতি ও তার স্বামী সাব্বির, আত্মীয় মোখলেছুর রহমান, পুলিশের সাবেক কর্মকর্তা হারুন অর রশীদ ও নাজমুল ইসলাম, এবং সিটিজেন কেবলসের দুই কর্মকর্তা সুব্রত দাস ও মাইনুল হোসেন।
মামলায় অভিযুক্ত আরও দুই পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া ও শাহ আলম জামিনে রয়েছেন।
১২ মার্চ নিশি ইসলাম নামে এক নারী মামলাটি দায়ের করেন। তিনি অভিযোগ করেন, মোহাম্মদ আলী তাকে ২১ ফেব্রুয়ারি গোপনে বিয়ে করেন এবং পরে নির্যাতন চালান। অভিযোগে মেহের আফরোজ শাওনসহ অন্যান্যদেরও সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়।
মামলার প্রেক্ষিতে আদালত ১২ জনের বিরুদ্ধে সমন জারি করেন, যার ধারাবাহিকতায় এবার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা এলো।