Ridge Bangla

বিচ্ছেদ গুঞ্জনে জবাব, কানে সিঁদুর পরে হাজির ঐশ্বরিয়া

ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরে বলিউডে নানা গুঞ্জন চলছে। সেই গুঞ্জনের জবাব যেন নিজেই দিলেন ঐশ্বরিয়া—কান চলচ্চিত্র উৎসবে সিঁথিতে উজ্জ্বল সিঁদুর পরে লাল গালিচায় উপস্থিত হয়ে।

দুধসাদা-সোনালি শাড়ি, গলায় রুবির হার এবং মাথাভর্তি সিঁদুরে ঐশ্বরিয়ার ঝলমলে উপস্থিতি মুগ্ধ করেছে অনুরাগীদের। বহুদিন ধরে তাকে সিঁদুর ছাড়া দেখা গেলেও এবারের সাজে তার বার্তা ছিল স্পষ্ট—দাম্পত্য জীবনে কোনো ফাটল নেই।

শাস্ত্র অনুযায়ী, স্বামীর মঙ্গল কামনায় হিন্দু নারীরা সিঁদুর পরে থাকেন। সেই পরম্পরাই যেন কান উৎসবে ঐশ্বরিয়া তুলে ধরেছেন—আত্মবিশ্বাস ও ভালোবাসার প্রতীক হিসেবে।

২০০৭ সালে অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ে এবং ২০১১ সালে তাদের কন্যা আরাধ্যার জন্মের পর থেকেই বিচ্ছেদ নিয়ে নানা সময় জল্পনা ওঠে। কখনও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে সম্পর্কের টানাপড়েন, আবার কখনও অভিষেকের সঙ্গে দূরত্বের গুঞ্জন শোনা যায়।

তবে সাম্প্রতিক সময়ে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া ও বিবাহবার্ষিকীতে পারিবারিক ছবি পোস্ট করে তারা এইসব গুঞ্জনকে মিথ্যে প্রমাণ করেছেন। ঐশ্বরিয়ার কান উপস্থিতি যেন প্রেমে ভাসা এক রমণীর আত্মবিশ্বাসী বার্তা—তাদের সম্পর্ক এখনো অটুট।

নেটিজেনদের মতে, কেবল সৌন্দর্যেই নয়—ঐশ্বরিয়ার এই মুহূর্তে বুদ্ধিমত্তাও ছুঁয়ে গেছে সকলকে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন