দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ এবার পর্দায় রূপদান করতে যাচ্ছেন ভারতের অন্যতম শ্রদ্ধেয় রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম-এর চরিত্রে। ‘কালাম’ শিরোনামের এই বায়োপিকটি সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
ছবিটি পরিচালনা করছেন ‘আদিপুরুষ’ খ্যাত ওম রাউত এবং প্রযোজনা করছেন অভিষেক আগরওয়াল। কালামের জীবনের বিভিন্ন অধ্যায়—রাষ্ট্রপতি, বিজ্ঞানী, কবি এবং শিক্ষক হিসেবে তার অবদানই হবে সিনেমার মূল প্রতিপাদ্য।
পরিচালক ওম রাউত বলেন, “কালাম ছিলেন এমন একজন মানুষ যিনি রাজনৈতিক সীমার বাইরে গিয়ে দেশের জন্য কাজ করেছেন। তিনি বিশ্বাস করতেন শিক্ষা ও উদ্ভাবনের শক্তিতে। তাঁর জীবনী পর্দায় তুলে ধরা একদিকে গৌরবের, অন্যদিকে বিশাল দায়িত্বও।”
জাতীয় পুরস্কারপ্রাপ্ত ধানুশ এই চরিত্রে অভিনয় করবেন—এই খবরে তার ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
এপিজে আবদুল কালাম ছিলেন ভারতের ১১তম রাষ্ট্রপতি এবং ভারতরত্ন সম্মানপ্রাপ্ত। তাঁর জীবন কেবল রাজনৈতিক নয়, বরং মানবিক মূল্যবোধ, শিক্ষার প্রতি নিষ্ঠা এবং স্বপ্ন দেখার প্রেরণায় ভরপুর। নির্মাতারা আশা করছেন, এই সিনেমা ভারতের যুবসমাজকে নতুন করে অনুপ্রাণিত করবে।