Ridge Bangla

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব পেলেন রুহুল আলম সিদ্দিকী

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন ছুটিতে যাওয়ায় তার স্থলে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রুহুল আলম সিদ্দিকী। তিনি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই পদে দৈনন্দিন কার্যসম্পাদনের দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, জসীম উদ্দিনের ছুটিতে যাওয়া সাপেক্ষে রুহুল আলম সিদ্দিকী সচিবের দায়িত্ব পালন করবেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত সরকারের সময় মো. জসীম উদ্দিন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন। তিনি বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৩তম ব্যাচের কর্মকর্তা, এবং গত বছরের ৮ সেপ্টেম্বর এই পদে যোগ দেন। ২০২৬ সালের ডিসেম্বরে তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্রসচিব হওয়ার আগে তিনি চীন, কাতার ও গ্রিসে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১১তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার এবং পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সিঙ্গাপুর, বার্লিন, নয়াদিল্লি ও করাচি মিশনেও বিভিন্ন পদে কর্মরত ছিলেন। আগামী ২০ জুন তার অবসরে যাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাকে দ্রুত দায়িত্ব ছেড়ে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন