চট্টগ্রাম বন্দরে কমলা আমদানির ঘোষণা দিয়ে আনা একটি কনটেইনার থেকে ১ কোটি ২৫ লাখ শলাকা সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এতে প্রায় ৩০ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমসের মুখপাত্র ও উপকমিশনার মো. সাইদুল ইসলাম।
জানা যায়, ঢাকাভিত্তিক আমদানিকারক প্রতিষ্ঠান আহসান করপোরেশন গত ১৫ মে চট্টগ্রাম বন্দরে একটি ৪০ ফুটের কনটেইনার চালান পাঠায়। এতে কমলালেবু থাকার ঘোষণা থাকলেও, গোপন সংবাদের ভিত্তিতে কনটেইনারটি তল্লাশি করে ‘অস্কার’ ও ‘ল্যামার’ ব্র্যান্ডের মোট ১ কোটি ২৫ লাখ শলাকা সিগারেট পাওয়া যায়। চালান খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান দিবা ট্রেডিং লিমিটেড।
উপকমিশনার সাইদুল ইসলাম জানান, কমলালেবু আমদানির ক্ষেত্রে শুল্কহার ৯০ শতাংশ, কিন্তু সিগারেট আমদানির ক্ষেত্রে এটি ৩২০ থেকে ৬০০ শতাংশ পর্যন্ত হতে পারে। রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে মিথ্যা পণ্যের ঘোষণা ও জাল নথি ব্যবহার করে এই সিগারেট চালানটি আনা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে বড় ধরনের রাজস্ব ফাঁকির চেষ্টা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। পুরো ঘটনা তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।