Ridge Bangla

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা হার্ভার্ড কর্তৃপক্ষের

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তিতে নিষেধাজ্ঞা জারির ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। শুক্রবার (২৩ মে) বোস্টনের ফেডারেল আদালতে দায়ের করা মামলায় হার্ভার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’।—বিবিসি, রয়টার্স।

মামলায় বলা হয়েছে, মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ‘স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম’ থেকে হার্ভার্ডকে বাদ দেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে আইনগত বৈধতা ছাড়াই একতরফাভাবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের হয়রানির পথে হাঁটছে প্রশাসন। বিশ্ববিদ্যালয় বিচারকের কাছে এই আদেশ স্থগিত রাখার আবেদন জানিয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হার্ভার্ড আর কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না এবং বর্তমানে ভর্তি শিক্ষার্থীদের অবশ্যই স্থানান্তর করতে হবে, না হলে তারা আইনি মর্যাদা হারাবেন।

এই নিষেধাজ্ঞা এমন এক সময় এসেছে, যখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা হার্ভার্ডে ভর্তি প্রস্তুতি নিচ্ছিলেন। সিএনএন জানিয়েছে, নিউজিল্যান্ড থেকে সদ্য আসা একজন শিক্ষার্থী এই ঘোষণাকে ‘হৃদয় ভেঙে ফেলা’র মতো ঘটনা বলেছেন।

হার্ভার্ড কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই নিষেধাজ্ঞা কার্যকর হলে তাদের আন্তর্জাতিক ছাত্রসংখ্যার এক-চতুর্থাংশেরও বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং শিক্ষার মান ও বৈচিত্র্য মারাত্মকভাবে ব্যাহত হবে। শিক্ষকরা আশঙ্কা করছেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের হঠাৎ দেশত্যাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত পরিবেশ ও গবেষণার ওপর ভয়াবহ প্রভাব ফেলবে।

এছাড়া, হার্ভার্ড বর্তমানে ট্রাম্প প্রশাসনের আরেকটি সিদ্ধান্ত—সরকারি অনুদান ও চুক্তির ২.৬৫ বিলিয়ন ডলার স্থগিত এবং করমুক্ত মর্যাদা বাতিলের হুমকির বিরুদ্ধেও আইনি লড়াই চালাচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার হোয়াইট হাউস হার্ভার্ড নেতৃত্বকে ‘আমেরিকা-বিরোধী, ইহুদি-বিরোধী এবং সন্ত্রাস-পন্থী’ বলে অভিযুক্ত করে। আরও বলা হয়, “বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করা কোনো অধিকার নয়, এটি কেবল বিশেষাধিকার।” হার্ভার্ডের কর্তৃপক্ষকে অভিযুক্ত করা হয় ক্যাম্পাসকে ‘আন্দোলনকারীদের উত্তপ্ত স্থানে’ পরিণত করার জন্যও।

এই পটভূমিতে হার্ভার্ডের মামলা শুধু শিক্ষার্থীদের ভবিষ্যৎ নয়, বরং উচ্চশিক্ষার নীতিগত স্বায়ত্তশাসন রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরো পড়ুন