Ridge Bangla

নিউ ইয়র্কে ব্রুকলিন ব্রিজের সঙ্গে মেক্সিকান জাহাজের সংঘর্ষ, আহত ২২

নিউইয়র্ক সিটির বিখ্যাত ব্রুকলিন ব্রিজে মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণজাহাজ ‘কুয়াউথেমক’ ধাক্কা দেওয়ার ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মেক্সিকান নৌবাহিনী। খবর বিবিসির।

শনিবার সন্ধ্যায় বিশাল পালতোলা জাহাজটি ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় এর উঁচু মাস্তুল ব্রিজের সঙ্গে ধাক্কা খায়। ভিডিও ফুটেজে দেখা যায়, মাস্তুল আটকে গিয়ে ভেঙে পড়ে যায় এবং মাস্তুলের ওপরে থাকা কয়েকজন নাবিকসহ অনেকে জাহাজের ডেকে পড়ে আহত হন।

দুর্ঘটনার পর মাস্তুলের ক্রসবিমে সাদা ইউনিফর্ম পরা নৌ-ক্যাডেটদের ঝুলে থাকতে দেখা গেছে। পুলিশ জানিয়েছে, কেউ পানিতে পড়েননি এবং সব আহতই জাহাজের ভেতরেই ছিলেন।

নিউইয়র্ক সিটির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট (NYCEM) কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঘটনাস্থলে সাড়া দিচ্ছে। নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানান, দুর্ঘটনার সময় জাহাজটিতে মোট ২৭৭ জন ছিলেন এবং ব্রুকলিন ব্রিজের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মেক্সিকান নৌবাহিনী জানিয়েছে, জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। পুলিশের একজন কর্মকর্তা ধারণা করেছেন, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

দক্ষিণ স্ট্রিট সিস্পোর্ট এলাকার কাছে সংঘটিত এই দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, জাহাজটি ব্রিজে ধাক্কা খাওয়ার পর দুলে গিয়ে ডকের দিকে ঝুঁকে পড়ে। এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিত লোকজন নিরাপদ স্থানে সরে যান।

নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে ঠিক কতজন আহত হয়েছেন বা তারা জাহাজে ছিলেন নাকি ব্রিজে—সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এনওয়াইসিইএম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছে, “ঘটনার বিস্তারিত এখনও স্পষ্ট নয়। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে।”

এদিকে নিউইয়র্ক পুলিশ সাধারণ মানুষকে ব্রুকলিন ব্রিজ, ম্যানহাটনের সাউথ স্ট্রিট সিস্পোর্ট ও ব্রুকলিনের ডাম্বো এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে। ওইসব এলাকায় যানজট ও জরুরি যানবাহনের চাপ থাকবে বলে সতর্ক করেছে।

জাহাজটি একটি সৌহার্দ্য সফরের অংশ হিসেবে নিউ ইয়র্কে এসেছিল। নিউইয়র্কের পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রিজে বড় কোনো ক্ষতি হয়নি এবং প্রাথমিক পরিদর্শনের পর উভয় দিকেই যান চলাচল পুনরায় চালু করা হয়েছে।

আরো পড়ুন