Ridge Bangla

ব্যবসায়ীর ৭০ ভরি সোনা লুট: পুলিশের ৪ সদস্য জড়িত, তিনজন গ্রেপ্তার

ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক ব্যবসায়ীর কাছ থেকে ৭০ ভরি সোনা লুটের ঘটনায় চারজন পুলিশ সদস্যের জড়িত থাকার তথ্য মিলেছে। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ইতোমধ্যে এদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিপন সরকার, কনস্টেবল মিজানুর রহমান, কনস্টেবল আবু বকর এবং মাইক্রোবাস চালক আবদুস সালাম। বর্তমানে তারা কারাগারে আছেন।

ঘটনাটি ঘটে গত বছরের ২৬ সেপ্টেম্বর, যখন চট্টগ্রামের ব্যবসায়ী সাইফুল ইসলাম আত্মীয়ের বিয়েতে অংশ নিতে ঢাকা আসেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রাইভেট কারে করে পুরান ঢাকার পথে রওনা হলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা অতিক্রমের পর একটি কালো মাইক্রোবাস তাদের গাড়ি আটকে দেয়।

সাইফুলের অভিযোগ, গাড়ি থেকে নেমে আসা চারজন নিজেদের যৌথ বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাকে হাতকড়া পরায় এবং জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। পরে ভেতরে তাদের মারধর করা হয় এবং ভয় দেখিয়ে ৭০ ভরি সোনা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়। পরে তারা ভুক্তভোগীদের ৩০০ ফিট এলাকায় নামিয়ে দেয়।

ঘটনার পর কয়েক মাস চুপ থাকলেও চলতি বছরের ৯ ফেব্রুয়ারি সাইফুল ইসলাম সাহস করে মামলা করেন। পরদিন চালক আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ৯ মার্চ কনস্টেবল মিজানুরকে গ্রেপ্তার করা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মিজানুর এসআই রিপনের নাম প্রকাশ করেন, যিনি এই অপারেশনের অন্যতম পরিকল্পনাকারী।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ইরফান খান জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করা হয়। গ্রেপ্তার তিনজন বর্তমানে কারাগারে আছেন এবং পলাতক কনস্টেবল হানিফকে ধরতে অভিযান চলছে।

আরো পড়ুন