Ridge Bangla

হাইকোর্ট এলাকায় পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান, বিক্ষোভ শুরু

ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি সংক্রান্ত মামলার রিট বাতিলের দাবিতে আজ রবিবার সকাল থেকে হাইকোর্টের সামনে শান্তিপূর্ণ অবস্থান ও মানববন্ধন শুরু করেছেন দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট মাজার গেট এলাকায় শিক্ষার্থীরা জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা জানান, আজই সেই রিটের শুনানি রয়েছে এবং তারা চান এটি বাতিল হোক।

এর আগে শনিবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটেও শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ করছেন।

উল্লেখ্য, ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে: জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০% কোটা বাতিল, পদোন্নতির রায় বাতিল, পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা, ২০২১ সালের নিয়োগ বাতিল এবং বিতর্কিত নিয়োগবিধি সংশোধন।

এর আগে শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধসহ নানা আন্দোলন কর্মসূচি পালন করেছেন।

আরো পড়ুন