Ridge Bangla

জনপ্রিয় নাট্যনির্মাতা কাজল আরেফিন অমি বাবা হয়েছেন

জনপ্রিয় নাট্যনির্মাতা কাজল আরেফিন অমি বাবা হয়েছেন। সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেন। মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন বলে জানিয়েছেন অমি।

সংবাদমাধ্যমকে অমি বলেন, “এইতো কিছুক্ষণ আগে রাত ৯টার দিকে সন্তানের জন্ম হয়েছে। মা ও ছেলে সুস্থ আছে। সবাই দোয়া করবেন।”

এর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বাবা হওয়ার খবরটি শেয়ার করেন তিনি। সেখানে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, পুত্র সন্তানের বাবা হলাম। সবাই দোয়া করবেন।”

গত মাসেও তিনি সামাজিক মাধ্যমে স্ত্রী গর্ভবতী হওয়ার আনন্দের খবর জানিয়েছিলেন। সে সময় লিখেছিলেন, “আলহামদুলিল্লাহ, একসঙ্গে ৯ বছর কাটিয়ে দিলাম। আমাদের বেবি হবে। এখনো জানি না ছেলে হবে না মেয়ে, জানতেও চাইনি। শুধু চাই সুস্থ সন্তান আসুক এবং আমার স্ত্রী যেন সুস্থ থাকেন। সবার কাছে দোয়া চাই।”

কাজল আরেফিন অমি ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এই ধারাবাহিকটি তরুণদের জীবন ও বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত। গেল ঈদে তার পরিচালিত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’ মুক্তি পায়, যেখানে অভিনয় করেন জিয়াউল হক অপূর্ব, তাসনিয়া ফারিণ এবং সাইদুর রহমান পাভেল।

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন। এই সুখবরের মাধ্যমে অমির ব্যক্তিগত ও পেশাগত জীবনে একসঙ্গে আনন্দের নতুন মাত্রা যুক্ত হলো।

আরো পড়ুন