Ridge Bangla

কলম্বিয়ায় নারী মডেল মারিয়া হোসেকে গুলি করে হত্যা

কলম্বিয়ায় ২২ বছর বয়সী মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মারিয়া হোসে এস্তুপিনানকে গুলি করে হত্যা করা হয়েছে। ভেনেজুয়েলার সীমান্তবর্তী কুকুটা শহরে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

মারিয়া হোসে ছিলেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মুখ। ইনস্টাগ্রাম ও টিকটকে তিনি ভ্রমণ, জিমে ব্যায়াম ও ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের ভিডিও শেয়ার করতেন।

কলম্বিয়ার বিচার বিভাগের জাতীয় জেন্ডার কমিশনের সভাপতি ম্যাগদা ভিক্টোরিয়া আকোস্তা জানান, এক ব্যক্তি ডেলিভারি ম্যানের ছদ্মবেশে মারিয়ার বাড়িতে প্রবেশ করে। দরজা খোলার মুহূর্তেই ওই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মারিয়ার মৃত্যু হয়।

সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, হত্যাকাণ্ডটি পরিকল্পিত এবং পুলিশ তদন্ত শুরু করেছে। মারিয়ার মৃত্যুর ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

অনেকে এ হত্যাকাণ্ডের সঙ্গে সম্প্রতি মেক্সিকোর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজের মৃত্যুর মিল খুঁজে পাচ্ছেন। গত ১৩ মে টিকটকে লাইভ স্ট্রিমিং করার সময় ভ্যালেরিয়াকে গুলি করে হত্যা করা হয়েছিল।

মাত্র কয়েক দিনের ব্যবধানে দুটি অনুরূপ হত্যাকাণ্ড আন্তর্জাতিকভাবে আলোচনার জন্ম দিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রতি সহিংসতা বাড়ছে, যা উদ্বেগজনক এক প্রবণতা হিসেবে দেখা দিচ্ছে।

আরো পড়ুন