জনপ্রিয় কণ্ঠশিল্পী মাহতিম সাকিব ও তারান্নুম আফরিন আবারও একসঙ্গে দ্বৈত গানে কণ্ঠ মিলিয়েছেন। তাদের নতুন গান ‘তোমার টানে’ ইতোমধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে এবং শ্রোতাদের আগ্রহ কুড়াতে শুরু করেছে।
ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ভারতের খ্যাতিমান সুরকার সৌরভ বাবাই চক্রবর্তী। গানটির ভিডিও পরিচালনা করেছেন শুভ্র মেহরাজ, যেখানে মডেল হিসেবে অভিনয় করেছেন কামরুল ও জিনাত।
এর আগেও মাহতিম ও তারান্নুমের যৌথ কিছু গান শ্রোতাদের মাঝে প্রশংসিত হয়েছে। নতুন এই রোমান্টিক গানটিতেও তারা সেই সফলতা ধরে রাখতে চেয়েছেন।
গানটি নিয়ে মাহতিম সাকিব বলেন, “এই গানটির কথা ও সুর একদম আলাদা ধরনের, যা আমার খুব ভালো লেগেছে। আমি আশাবাদী শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।”
তারান্নুম আফরিন বলেন, “অনেক প্রত্যাশা নিয়ে এই গানটি করেছি। প্রত্যেকে আন্তরিকভাবে কাজ করেছেন। আশা করছি শ্রোতারা ভালোবাসবেন।”
সুরকার সৌরভ বাবাই চক্রবর্তী বলেন, “আমরা সবাই মিলে একটি ভালো প্রজেক্ট উপহার দেওয়ার চেষ্টা করেছি। গানটি শ্রোতাদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।”
গীতিকবি ফয়সাল রাব্বিকীন বলেন, “গানটি লেখার সময়ই ভেবেছিলাম, এটি যেন একটি সম্পূর্ণ ভালো গান হয়। মাহতিম ও তারান্নুমের গায়কীতে সেই ভাবনা পূর্ণতা পেয়েছে।”