Ridge Bangla

আবারও শাহরুখ-রানী মুখার্জি জুটি, ‘কিং’ সিনেমায় চমক

বলিউডের অন্যতম প্রিয় অনস্ক্রিন জুটি শাহরুখ খান ও রানী মুখার্জি আবারও পর্দায় ফিরছেন, দীর্ঘ বিরতির পর। করন জোহরের আইকনিক রোমান্টিক সিনেমা কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮)–এর পর তাদের রসায়ন বহু দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। এবার তারা ফিরছেন নতুন অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘King’–এ।

পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানানো হয়, King–এ শাহরুখের সঙ্গে রানী মুখার্জিকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে। তিনি অভিনয় করবেন সুহানা খানের মায়ের ভূমিকায়। এই চরিত্রটি সিনেমার আবেগঘন মুহূর্তগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করবে।

সিনেমার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, চরিত্রের বর্ণনা শোনার পরই রানী মুখার্জি অভিনয়ে রাজি হন। যদিও এটি একটি ক্যামিও, শুটিং চলবে প্রায় পাঁচ দিনব্যাপী।

সিনেমাটি পরিচালনা করছেন অ্যাকশন ঘরানার সফল পরিচালক সিদ্ধার্থ আনন্দ, যিনি পাঠানওয়ার–এর মতো বক্স অফিস হিট পরিচালনা করেছেন। King সিনেমায় প্রধান চরিত্রে রয়েছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। আরও রয়েছেন অভিষেক বচ্চন, অনীল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি ও অভয় ভার্মা।

২০ মে মুম্বাইয়ে সিনেমার শুটিং শুরু হচ্ছে এবং পরে ইউরোপে হবে আন্তর্জাতিক অংশের দৃশ্যধারণ।
সিনেমাটি ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যৌথভাবে এটি প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স।

আরো পড়ুন