কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে আবারও আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। তার পোশাক নিয়ে নেটিজেনদের মাঝে তীব্র সমালোচনা চললেও, এই জাঁকজমকপূর্ণ আয়োজনেও মন ভালো নেই অভিনেত্রীর।
উর্বশী জানান, এবারই প্রথম মাকে ছাড়া কান উৎসবে এসেছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মা-ই আমার জীবনের অনুপ্রেরণা। সাম্প্রতিক এক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে হুইলচেয়ারে চলাফেরা করছেন। এই অবস্থায় মাকে সঙ্গে আনতে না পারাটা কষ্টের।”
উর্বশীর পরিবারে কেউ বিনোদন জগতে না থাকায় তার অভিনয়জগতে পথচলাটা সহজ ছিল না। শুরু থেকেই মায়ের সঙ্গ ও সাহসই ছিল তার সবচেয়ে বড় শক্তি। তাই কান উৎসবে মাকে পাশে না পাওয়ার আক্ষেপ স্পষ্ট করেছেন তিনি।
তবে এই আবেগঘন অনুভবের পাশাপাশি উর্বশীকে ঘিরে বিতর্কের আগুনও কমেনি। উৎসবের প্রথম দিন তিনি তোতাপাখি রঙের পোশাক পরে হাতে একটি তোতাপাখির মতো অ্যাকসেসরি ধরে হাজির হন, যা নিয়ে অনেকে তাকে বিদ্রুপ করেন। দ্বিতীয় দিনেও এক পোশাক বিভ্রাটে পড়েন তিনি। কালো স্বচ্ছ গাউনের নিচে তার বাহুর অংশ ছেঁড়া ছিল, যা সবার নজরে আসে এবং মুহূর্তেই ভাইরাল হয়। সামাজিক মাধ্যমে এসব ছবি নিয়ে শুরু হয় হাস্যরস।