Ridge Bangla

ঢাকাই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকাই সিনেমার আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড যাওয়ার সময় আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (১৮ মে) দুপুরে তাকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রাজধানীর ভাটারা থানায় হস্তান্তর করা হয়।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, নুসরাত ফারিয়াসহ মোট ১৭ জন অভিনয় শিল্পীর বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় মামলা হয়। মামলায় অভিযোগ করা হয়, তিনি আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে সরকারি দল আওয়ামী লীগের অর্থায়নে সহায়তা করেছিলেন। মামলার অভিযোগে আরও বলা হয়, তার আর্থিক পৃষ্ঠপোষকতায় আন্দোলন দমনে সহিংস অভিযান পরিচালিত হয়, যেখানে হত্যাচেষ্টার মতো অপরাধ সংঘটিত হয়েছে।

বর্তমানে নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার অন্যান্য দিক তদন্তাধীন রয়েছে।

আরো পড়ুন